ফুলেশ্বরী এলাকায় চলছে নেশা ও জুয়ার আড্ডা, এসিপিকে স্মারকলিপি বিজেপির

শিলিগুড়ি,৩ ফেব্রুয়ারিঃ বেশকিছুদিন ধরেই ২৪ নম্বর ওয়ার্ডের ফুলেশ্বরী এলাকায় চলছে নেশা ও জুয়ার আড্ডা। এই অভিযোগেই আজ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এসিপি কে একটি স্মারকলিপি জমা দিল ভারতীয় জনতা পার্টি।


এদিন ভারতীয় জনতা পার্টির তরফে রাজু পাল জানান, বিভিন্ন কলেজ ছাত্রছাত্রীদেরও ওই এলাকায় এসে নেশা করতে দেখা যায়। এই অবৈধ মদ ও জুয়ার আসরের ফলে বিভিন্ন চুরি, ছিনতাই এর ঘটনা ঘটছে। এছাড়াও এই এলাকায় বিভিন্ন ধরণের দুষ্কৃতী কার্যকলাপ প্রতিনিয়ত বেড়ে চলছে। একাধিকবার পুলিশ প্রশাসনকে বিষয়টি জানিয়েও কোনো সুরাহা মেলেনি তাই আজ এসিপিকে তারা একটি স্মারকলিপি জমা দেন। এলাকাবাসীর দাবি ওই এলাকায় প্রতিনিয়ত পুলিশি টহলদারির প্রয়োজন। এসিপি জানান বিষয়টি তিনি গুরুত্ব সহকারে দেখবেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Casibom GirişJojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslar