অবৈধ নির্মাণকে প্রশ্রয় দেওয়া হবে না, পুরনিগমের মাসিক অধিবেশনে হুঁশিয়ারি ডেপুটি মেয়রের

শিলিগুড়ি,৩০ জুনঃ শিলিগুড়ি পুরনিগমে অনুষ্ঠিত হল পুরনিগমের মাসিক অধিবেশন।বৃহস্পতিবার মেয়র গৌতম দেবের অনুপস্থিতিতে ডেপুটি মেয়র রঞ্জন সরকারের উপস্থিতিতে মাসিক অধিবেশন অনুষ্ঠিত হয়।


এদিন অধিবেশনে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে শিলিগুড়ি শহরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে যাওয়ার কারণে শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন বিরোধী কাউন্সিলররা।পাশাপাশি অবৈধ নির্মাণ নিয়েও সরব হন বিরোধীরা।

রঞ্জন সরকার জানান, তাদের ক্ষমতায় আসার ৬ মাস হয়েছে।তার মধ্যেই তারা একাধিক কাজ হাতে নিয়েছেন।ইতিমধ্যেই শহরের উপর দিয়ে বয়ে যাওয়া নদী ও ড্রেনগুলিকে পরিষ্কার করার প্রক্রিয়া শুরু হয়েছে।যার দরুন বৃষ্টিতে শহরে জল জমলেও কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিক হয়ে যায়।


পাশাপাশি অবৈধ নির্মাণ নিয়ে তিনি হুঁশিয়ারি দেন।বলেন, পুরনিগম কোনভাবেই এই ধরনের অনৈতিক কাজকে প্রশ্রয় দেবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *