অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

রাজগঞ্জ,৮ ফেব্রুয়ারিঃ এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল রাজগঞ্জের গেটবাজার এলাকায়। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪০।


জানা গিয়েছে, শনিবার গেটবাজারের তিস্তার সেচ নালার লকগেটে মৃতদেহ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা।

খবর পেয়ে  ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেয় মিলনপল্লী ফাঁড়ির পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomcasibomjojobet girişHOLİGANBETjojobetCasibomCasibom Girişcasibomholiganbet girişCasibomholiganbet girişcasibom girişCasibomjojobetcasibomcasibomcasibom girişCASİBOMholiganbet girişizmir escort bayanjojobet girişCasibom Giriş