শিলিগুড়িতে কাজ চলাকালীন ৭ তলা থেকে পড়ে মৃত্যু এক শ্রমিকের, আহত ২

শিলিগুড়ি,১ ডিসেম্বরঃ বহুতলে কাজ করছিলেন শ্রমিকেরা।সেসময় চোখের নিমেষে দুর্ঘটনা।৭ তলায় ছাদ তৈরির কাজ চলছিল।সেই ছাদের কাজ করার জন্য বাঁশের মাচাও তৈরি হয়েছিল।সেই কাঠামোই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।মৃত্যু হয় এক শ্রমিকের।গুরুতর জখম হয়েছেন দুজন শ্রমিক।এমন ঘটনার পর শ্রমিকদের নিরাপত্তা নিয়ে বহু প্রশ্ন উঠছে।শহরজুড়ে অধিকাংশ জায়গায় দেখা যায় বহুতলগুলিতে শ্রমিকেরা কাজ করলেও তাঁদের কোনওরকম সুরক্ষার জন্য সামগ্রী দেওয়া হয় না।


বৃহস্পতিবার শিলিগুড়ির ৪২ নম্বর ওয়ার্ডের রায় কলোনিতে একটি বহুতলে কাজ চলছিল।৭ তলায় ছাদের কাজ চলছিল।সেইসময় আচমকা হুড়মুড়িয়ে একাংশ ভেঙে যায়।তিনজন শ্রমিক নীচে পড়ে যান।ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।গুরুতর জখম হন দুজন শ্রমিক।খবর পেয়ে ভক্তিনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌছায়।স্থানীয় একটি নার্সিংহোমে পাঠানো হয় আহত শ্রমিকদের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত শ্রমিকের নাম ধীরেন্দ্র সিং।তিনি বিহারের বাসিন্দা ছিলেন।জখম শ্রমিকদের নাম সূর্য রায় ও সঞ্জয় বর্মন।তাঁরা হাতিয়াডাঙা এলাকার বাসিন্দা।এদিন ঘটনার খবর পেয়ে সেখানে যান কাউন্সিলর শোভা সুব্বা, বরো চেয়ারপার্সন প্রীতিকণা বিশ্বাস।এদিন ঘটনাস্থলে যান এসিপি শুভেন্দ্র কুমার।ঘটনার তদন্ত হবে বলে জানিয়েছেন তিনি।তবে শহরের বিভিন্ন জায়গায় শ্রমিকদের সেফটি বেল্ট কিংবা অন্যান্য সুরক্ষার সামগ্রী থাকে না।ফলে এমন দুর্ঘটনার পর শ্রমিকদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *