শিলিগুড়ি,১৫ সেপ্টেম্বরঃ অপরাধীকে বাঁচাতে পুলিশের হাতে কামড় মহিলার।বুধবার রাতে অপরাধীকে ধরতে মাটিগাড়ার বিশ্বাস কলোনিতে পৌছায় মাটিগাড়া থানার অ্যান্টি ক্রাইম উইং।সেইসময় এলাকার মহিলারা দল বেঁধে পুলিশকে বাঁধা দেয়।পরে এক মহিলা এক পুলিশ কর্মীর হাতে কামড় বসায়।তবে শেষমেশ অপরাধীকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ।
সূত্রের খবর, বুধবার রাতে পুলিশের কাছ খবর আসে বিশ্বাস কলোনির মাদক পাচারের সঙ্গে যুক্ত কুখ্যাত অপরাধী এমডি একরম ওরফে বাবু আগ্নেয়াস্ত্রের কারবার শুরু করেছে।সেইমতো তাকে ধরতে এলাকায় যায় পুলিশ।গ্রেফতার করা হয় এমডি অ্যাকরম ওরফে বাবুকে।কিন্তু তাকে থানায় আনার সময় বাঁধে বিপত্তি।দলবল বেঁধে এলাকার মহিলারা পুলিশের পথ আটকায়।পুলিশকে ঘিরে ধরে অপরাধীকে ছাড়ানোরও চেষ্টা করে মহিলারা।এমনকি ধৃতের স্ত্রী মাটিগাড়া থানার অ্যান্টি ক্রাইম উইং এর অফিসার উদয় চক্রবর্তীর হাতে কামড়ও বসায়।ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।পরিস্থিতি সামাল দিতে এলাকায় পৌছায় বিশাল পুলিশ বাহিনী।আগ্নেয়াস্ত্র সহ ধৃতকে থানায় নিয়ে যায় পুলিশ।বৃহস্পতিবার ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।