পরিযায়ী পাখিদের রক্ষার্থে অপ্টোপিকের পক্ষ থেকে সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন  

ফুলবাড়ি, ২২ ডিসেম্বরঃ পরিযায়ী পাখিদের রক্ষার্থে মহানন্দা ব্যারেজ এলাকায় সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হল।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়।


প্রতি বছরের ন্যায় এবারও শিলিগুড়ির এক পরিবেশপ্রেমী সংস্থা অপ্টোপিকের পক্ষ থেকে শুক্রবার ফুলবাড়ির মহানন্দা ব্যারেজে একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।এই অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের পরিযায়ী পাখি সম্পর্কে সচেতন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় সহ সংস্থার সদস্যরা।

এই বিষয়ে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় বলেন, পরিবেশ রক্ষার্থে মানুষকে সচেতন হতে হবে। সব দায়িত্ব অপ্টোপিক, পুলিশ প্রশাসন নিলে হবে না। আমাদের সকলকে সচেতন হতে হবে পরিবেশ রক্ষার্থে।


সংস্থার পক্ষ থেকে দিপজ্যোতি চক্রবর্তী বলেন,’ প্রতিবছরই আমরা মহানন্দা ব্যারেজে আসা পরিযায়ী পাখিদের বাঁচাতে বিভিন্ন সচেতনতামূলক প্রচার করে থাকি। এই বছরও এলাকায় একটি সচেতনতামূলক অনুষ্ঠান করা হল। গতবারের তুলনায় এবার ফুলবাড়ি মহানন্দা ব্যারেজে পরিযায়ী পাখির সংখ্যা অনেক বেড়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *