পাচারের আগে গরু সহ গ্রেফতার যুবক

নকশালবাড়ি, ২৯ অক্টোম্বরঃ নকশালবাড়ির ভারত নেপাল সীমান্তে ৬টি গরু ও দুটি পিকআপ ভ্যান সহ গ্রেফতার এক যুবক।ধৃতের নাম বান্টি হেমব্রম।নকশালবাড়ির বাসিন্দা।


জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে সীমান্তে টহলদারি চালানোর সময় ৬টি গরু ও দুটি পিক‌আপ ভ্যান সহ এক যুবককে আটক করে এস‌এসবি’র ৮ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা।এরপর তাকে নকশালবাড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হয়।গরু পাচারের অভিযোগে যুবককে গ্রেফতার করেছে নকশালবাড়ি থানার পুলিশ।

শনিবার ধৃত যুবককে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomdeneme bonusuMARSJOJO