নকশালবাড়ি, ৭ ফেব্রুয়ারিঃ ফের গরু পাচার রুখে দিল এসএসবি।নকশালবাড়ির ভারত নেপাল সীমান্তে পাচারের আগে উদ্ধার ২৬টি গরু।
জানা গিয়েছে, নকশালবাড়ির লালিজোত এসএসবি’র ৪১ ব্যাটেলিয়ানের জওয়ানরা মঙ্গলবার ২৬টি গরু উদ্ধার করে।এসএসবি সূত্রে খবর, নেপাল থেকে ভারতে আসার সময় সীমান্তরক্ষীদের দেখে গরু ছেড়ে নেপাল পালায় পাচারকারীরা।
গরু গুলিকে উদ্ধার করে নকশালবাড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।