পাচারের আগে ভারত-নেপাল সীমান্তে উদ্ধার ৩টি গরু, গ্রেফতার ১  

নকশালবাড়ি,১ ডিসেম্বরঃ ফের সীমান্তে গরু পাচার করতে গিয়ে এস‌এসবির হাতে ধরা পড়ল এক যুবক।


নকশালবাড়ির ভারত-নেপাল সীমান্তের মেচী নদী সংলগ্ন এলাকায় ৩টি গরু সহ গ্রেফতার হল এক যুবক।ধৃতের নাম পৈকাশ কুজুর।ধৃত মানঝা চা বাগান এলাকার বাসিন্দা।নেপাল থেকে ভারতে গরু নিয়ে আসার সময় এস‌এসবির ৮ নম্বর ব্যাটালিয়ানের জ‌ওয়ানরা পৈকাশকে গ্রেফতার করে।এরপর ধৃতকে নকশালবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এসএসবি।ধৃতের সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে কিনা তা জানতে তদন্তে নেমেছে পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibombahsegelcasibom