পাঁচকোলগুড়িতে শুরু হয়েছে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার কাজ, ক্ষতিপূরণের দাবী স্থানীয়দের    

শিলিগুড়ি, ১৩ মেঃ বৃহস্পতিবার ফুলবাড়ি ১ নম্বর অঞ্চলের পাঁচকোলগুড়ি ভালোবাসা মোড় এলাকায় শর্ট সার্কিটের জেরে মিটার বক্স, বিদ্যুতের তার পুড়ে ক্ষতিগ্রস্থ হয় কয়েকশো পরিবার।এই পরিস্থিতিতে ক্ষতিপূরণের দাবি জানালেন স্থানীয়রা।


এদিকে শুক্রবার সকাল থেকেই যুদ্ধকালীন তৎপরতায় এলাকার বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার কাজ শুরু করেছে বিদ্যুৎ বিভাগ।শতাধিক বাড়ির মিটার পাল্টানোর কাজ চলছে।২৪ ঘন্টার মধ্যেই বিদ্যুৎ পরিষেবা সম্পুর্নরুপে স্বাভাবিক হবে বলে বিদ্যুৎ দপ্তরের তরফে জানা গিয়েছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুর ১টা নাগাদ আচমকাই পাঁচকোলগুড়ি এলাকার বহু বাড়ির মিটার,ফ্যান,টিভি-ফ্রিজ নষ্ট হয়ে যায়।এরপরই বাসিন্দারা জানতে পারেন এলাকার ওপর দিয়ে যাওয়া হাইটেনশন তার থেকে শর্ট সার্কেটের জেরে এই ঘটনা ঘটেছে।ঘটনার পর এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়।খবর পেয়ে এনজেপি থানার পুলিশ,বিদ্যুৎ বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।পরে এলাকা পরিদর্শন করেন রাজগঞ্জের বিডিও পঙ্কজ কোনার।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *