খড়িবাড়ির পানিট্যাঙ্কিতে ব্রাউন সুগার সহ গ্রেফতার ২

খড়িবাড়ি, ১৭ নভেম্বরঃ খড়িবাড়ির পানিট্যাঙ্কিতে মাদক সহ গ্রেফতার ২।


জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে খড়িবাড়ি থানার অন্তর্গত পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ ও এসওজি টিম নেপাল সীমান্ত লাগোয়া পানিট্যাঙ্কি নিউ মার্কেটে যৌথভাবে অভিযান চালিয়ে সন্দেহভাজন একটি বাইক আটক করে।তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ২৫৪ গ্ৰাম ব্রাউন সুগার।ঘটনায় গ্রেফতার করা হয় ২ জনকে।ধৃত দুই যুবকের নাম মহম্মদ রহিম (২৫) ও মহম্মদ আতারুল (২৩)।ধৃতরা বুড়াগঞ্জের কিলাঘাটার বাসিন্দা।

পরে ধৃতদের খড়িবাড়ি থানার হাতে তুলে দেওয়া হয়।ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomjojobetCasibomcasibom girişcasibomcasibom girişCASİBOMCasibomholiganbet girişcasibom girişjojobetjojobet girişjojobet güncel girişCasibomcasibomjojobetcasibomcasibom güncel girişcasibomcasibom girişcasibom giriş