ধসে বিধ্বস্ত পাহাড়! পর্যটন ব্যবসা নিয়ে ফের একরাশ চিন্তা

শিলিগুড়ি, ২১ অক্টোবরঃ ধসে বিধ্বস্ত পাহাড়।আতঙ্ক নিয়ে অনেক পর্যটক নেমে এসেছেন পাহাড় থেকে।কিন্তু পর্যটনের মরশুমে এমন অবস্থায় ফের কি পর্যটকেরা আসবেন পাহাড়ে?এখন সেই চিন্তায় পর্যটনের সঙ্গে যুক্ত বিভিন্ন মহল।যদিও এখনও বুকিং খুব বেশি বাতিল হয়নি।আপাতত পর্যটকদের কয়েকদিনের জন্য দার্জিলিং, ডুয়ার্সে রেখে রাস্তা ঠিক হয়ে গেলে সিকিম, কালিম্পং নিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েছেন ট্যুর অপারেটররা।


গত দুদিনের প্রবল বৃষ্টিতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক।ফলে সিকিম যেতে এখনও বহু পর্যটক ভয় পাচ্ছেন।যদিও ধস সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার প্রচেষ্টা চালাচ্ছে জেলা প্রশাসন।

হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক জানান, পুজোর মরশুমে অনেক পর্যটকের বুকিং ছিল।ফলে ধসের জন্য আমরাও কিছুটা চিন্তায় রয়েছি।তবে আশা করা হচ্ছে দীপাবলির আগে পরিস্থিতি ঠিক হয়ে যাবে।নিশ্চিতে পর্যটকেরা ঘুরতে যেতে পারবেন।এখন যারা পর্যটকেরা এসেছেন তাদের ডুয়ার্স ও দার্জিলিং ঘুরে তারপর সিকিম যাওয়ার কথা বলছি।তবে করোনার বিধিনিষেধের পর পাহাড়ে পর্যটকের আনাগোনা শুরু হয়েছিল।সেসময় এমন ধসের জেরে পর্যটন ব্যবসাকে ফের ক্ষতির মুখে পড়তে হল বলে দাবি।চিন্তায় পড়েছেন পাহাড়ের গাড়ি চালকেরাও।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *