টেস্টে পাশ করানোর দাবিতে বিক্ষোভ! অসুস্থ হয়ে পড়ল দুই পড়ুয়া  

শিলিগুড়ি, ১২ ডিসেম্বরঃ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে পরীক্ষার টেস্টে পাশ করানোর দাবিতে সোমবার সকাল থেকে বিক্ষোভে সামিল হয়েছে শিলিগুড়ি গার্লস হাইস্কুলের পড়ুয়ারা।সন্ধ্যে পেরিয়ে গেলেও চলে পড়ুয়াদের বিক্ষোভ।এরই মাঝে অসুস্থ হয়ে পড়ল দুই ছাত্রী।


জানা গিয়েছে, সকাল থেকে পড়ুয়াদের বিক্ষোভের পরও বিনা পরীক্ষায় পাশ করানো হবে না এমনটাই জানানো হয় স্কুল কর্তৃপক্ষের তরফে।এরফলে বিক্ষোভ অনড় থাকে পড়ুয়ারাও।সেইসময় বিক্ষোভ চলাকালীন মাধ্যমিকের দুই ছাত্রী অসুস্থ হয়ে পড়ে।এরপর তড়িঘড়ি তাদের শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।বর্তমানে সেখানেই চিকিৎসাধীন দুই পড়ুয়া।

এদিন হাসপাতালে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন দুই ছাত্রীর অভিভাবকেরা।


প্রসঙ্গত, শিলিগুড়ি গার্লস হাইস্কুলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের টেস্ট পরীক্ষায় এবছর প্রায় ১৫০ জন পড়ুয়া ফেল করে।এরপরই পড়ুয়ারা স্কুল কর্তৃপক্ষের কাছে দাবি করে তাদের আরেকবার সুযোগ দেওয়া হোক।তাদের আরেকবার পরীক্ষা নেওয়া হোক।সোমবার সেইমতো পড়ুয়াদের ফের পরীক্ষা দেওয়ার কথা বলে স্কুল।এদিন ১০০ এর বেশী পড়ুয়া পরীক্ষায় বসে।কিন্তু কিছু পড়ুয়া অভিযোগ করে দুদিনের মধ্যে পরীক্ষা দেওয়ার কথা বলা হয়েছে।অন্যান্য স্কুলে অভিভাবকদের ডেকে প্রত্যেককে টেস্ট পরীক্ষায় পাস করানো হয়েছে।কিন্তু গার্লস স্কুলে তা হচ্ছে না।এই নিয়েই সকাল থেকে বিক্ষোভে সামিল হয় পড়ুয়ারা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *