শিলিগুড়ি, ৯ জানুয়ারিঃ শহরে বাড়ছে পথ কুকুরের সংখ্যা।পথ কুকুরদের সংখ্যা রোধে উদ্যোগী হয়েছে শিলিগুড়ি পুরনিগম।
আগামী ২৯ ও ৩০ জানুয়ারী শিলিগুড়ির দাগাপুরে এবং ডাম্পিং গ্রাউন্ডের পাশে পুরনিগমের সেল্টার হোমে চারটি ক্যাম্পের মধ্য দিয়ে পথ কুকুরদের নির্বীজকরণ প্রক্রিয়া চলবে।সেই নিয়ে সোমবার পুরনিগমের সভাকক্ষে দুই দফায় পশু চিকিৎসক ও পশুপ্রেমী সংস্থার সঙ্গে বৈঠক সারলেন মেয়র গৌতম দেব।
বৈঠক শেষে মেয়র জানান, প্রথম পর্যায়ে দুটি জায়গায় শিবিরের মধ্য দিয়ে এই নির্বীজকরণ প্রক্রিয়া করা হবে।আগামীতে পশুপ্রেমী সংস্থা গুলির সহযোগিতায় লাগাতার এই নির্বীজকরণ প্রক্রিয়া চলবে।