পাথরঘাটায় দলীয় কর্মসূচিতে তৃনমূলকে আক্রমণ রাজু বিস্তের

শিলিগুড়ি,২৯ ডিসেম্বরঃ ‘২০২১ সালে ক্ষমতায় এলে লাঠিপেটা খেতে হবে তৃণমূল নেতা মন্ত্রীদের’।শিলিগুড়ি শহরের অদূরে পাথরঘাটা এলাকায় একটি দলীয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এইভাবেই তৃণমূল কংগ্রেসকে আক্রমন করলেন দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্ত।এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে কয়েকশো দুঃস্থ মানুষের হাতে কম্বল তুলে দেন সাংসদ।  


এদিন তিনি বলেন, ‘শিলিগুড়ির বাসিন্দাদের তিস্তার জলের মাধ্যমে পরিষেবা দেওয়া যেতে পারতো।কিন্তু অপদার্থ নেতা মন্ত্রীদের জন্য সেই পরিষেবা থেকে বঞ্চিত হতে হয়েছে স্থানীয় বাসিন্দাদের’।

যদিও সাংসদের বক্তব্যের কড়া ভাষায় জবাব দিয়েছেন তৃণমুল কংগ্রেসের জেলা সভাপতি রঞ্জন সরকার।এদিন রাজু বিস্তের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ‘বাংলার কৃষ্টি সংস্কৃতি সম্পর্কে কোনো ধারনাই নেই রাজু বাবুর’।


অন্যদিকে পাহাড়ে বিমল গুরুংয়ের ফেরা সম্পর্কে সাংসদ রাজু বিস্ত বলেন, ‘পাহাড়ে অশান্তি লাগানোর ব্যবস্থা যেভাবে সিপিএমের আমলে হয়েছে ঠিক সে পথেই এগোচ্ছে তৃণমূল কংগ্রেস’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *