রাম মন্দির উদ্বোধন দেখতে অসম থেকে পায়ে হেঁটে অযোধ্যা যাচ্ছেন একদল সাধুসন্ত

রাজগঞ্জ, ১২ ডিসেম্বরঃ অযোধ্যার রাম মন্দির উদ্বোধন দেখতে অসম থেকে পায়ে হেঁটে রামমন্দিরে যাচ্ছেন একদল সাধুসন্ত।সোমবার তারা এসে পৌঁছান জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের ভুটকি হাটে। সেখানে রাধাগোবিন্দ মন্দিরে রাত্রীযাপন করার পর আজ ফের রওনা দেন তারা।  


এদিন সাধুসন্ত দলের তরফে সঞ্জয় গোস্বামী বলেন, অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের মুহূর্তটা আমরা উপভোগ করতে চাই।এই কারণে অসমের নওগাঁও, শিলচর, গোয়াহাটি সহ বিভিন্ন এলাকার প্রায় ২০ জনের একটি দল তৈরি করে গত ১৭ নভেম্বর নামযজ্ঞ অনুষ্ঠান করে পায়ে হেঁটে রওনা দিয়েছি।পথে বিভিন্ন ধর্মীয় স্থানে রাত কাটিয়ে ফের রওনা দিই।পথে মানুষদের ভালো সহযোগিতা মিলছে।এভাবেই অযোধ্যার উদ্দেশ্যে এগিয়ে চলছি আমরা। এই দীর্ঘ যাত্রাপথে অনেকের সহযোগিতা পাচ্ছেন বলে জানান তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *