শিলিগুড়ি, ২৭ জানুয়ারিঃ পেট্রোপন্যের মূল্যবৃদ্ধি সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির প্রতিবাদে দার্জিলিং জেলা তৃণমূল ছাত্র পরিষদের তরফে আয়োজিত হল সাইকেল র্যালি।
জানা গিয়েছে, এদিন শিলিগুড়ি কলেজের সামনে থেকে র্যালিটি শুরু হয়।এরপর শহরের বিভিন্ন জায়গা পরিক্রমা করে। এদিনের র্যালিতে সমস্ত কর্মীরা সাইকেল নিয়েই মিছিলে নামেন।প্রায় ২০০টি সাইকেল এই মিছিলে ছিল।