ফাঁসিদেওয়া, ২৭ নভেম্বরঃ পাচারের আগে মহিষ উদ্ধার করলো ফাঁসিদেওয়া থানার পুলিশ।ঘটনায় গ্রেফতার ৩ জন।ধৃতদের নাম আইজুল আলী, তাহিত আলম ও মহম্মদ আনজার।
জানা গিয়েছে, ফাঁসিদেওয়ার গোয়ালটুলি জাতীয় সড়কে নাকা তল্লাশি চলাকালীন একটি কনটেনার আটক করে পুলিশ।তল্লাশি চালিয়ে কনটেনার থেকে উদ্ধার হয় ২৭টি মহিষ।
পুলিশ সূত্রে খবর, বৈধ নথীপত্র না থাকায় কনটেনারটিকে বাজেয়াপ্ত করা হয়েছে।ডালখোলা থেকে এই মহিষগুলি ময়নাগুড়ি নিয়ে যাওয়া হচ্ছিল।ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়।গোটা ঘটনার তদন্তে ফাঁসিদেওয়া থানার পুলিশ।