শিলিগুড়ি, ২৬ নভেম্বরঃ সরকারি নির্দেশ অমান্য করে নদী থেকে বালি পাথর পাচার চলছেই।এদিকে বালি মাফিয়াদের রুখতে চলছে পুলিশের অভিযান।সোমবার রাতে ডন বস্কো মোড়ে অভিযান চালিয়ে বালি বোঝাই একটি পিকআপ ভ্যান সহ চালককে গ্রেফতার করলো ভক্তিনগর থানার পুলিশ।
উল্লেখ্য, সম্প্রতি একটি বৈঠকে অবৈধভাবে নদী খনন রুখতে নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।এরপর থেকেই নজরদারি বাড়িয়েছে পুলিশ প্রশাসন।এরপরও বালি মাফিয়াদের দৌরাত্ম কমেনি।সোমবার রাতে ডন বস্কো মোড়ে অভিযান চালিয়ে বালি পাচার রুখে দেয় ভক্তিনগর থানার পুলিশ।গ্রেফতার করা হয় একটি পিকআপ ভ্যানের চালককে।ধৃতের নাম বিজয় রায়।
ধৃতের বিরুদ্ধে মামলা দায়ের করে আজ তাকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।