বাগডোগরায় উল্টে গেল পিক‌আপ ভ্যান, আহত ৫০ জন চা শ্রমিক

বাগডোগরা, ১৪ সেপ্টেম্বর: পাতা তোলার কাজে বেরিয়ে দুর্ঘটনার কবলে পড়ল চা শ্রমিক বোঝাই পিকআপ ভ্যান। ঘটনায় আহত প্রায় ৫০ জন শ্রমিক।আহতদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।মৃতের নাম পিটার তির্কি(৫৫), গঙ্গারাম চা বাগানের বাসিন্দা।মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে বাগডোগরার ৩১ নম্বর জাতীয় সড়কে।


জানা গিয়েছে, গুলমা চা বাগানে পাতা তোলার কাজে বেরোনোর সময় অতিরিক্ত যাত্রীবোঝাই হয় পিক‌আপটি। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে বাগডোগরার মুনি চা বাগান সংলগ্ন ৩১ নম্বর জাতীয় সড়কে উল্টে যায় চা শ্রমিক বোঝাই পিকআপটি।ঘটনায় ৫০জন শ্রমিক আহত হয়েছেন।আহতদের উদ্ধার করে প্রথমে বাগডোগরা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।

এদিকে ঘটনার খবর পেয়ে বাগডোগরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্রেনের সাহায্যে গাড়িটিকে উদ্ধার করে।ছুটে যান আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জীব সিনহা সহ পঞ্চায়েতের সদস্যরা।গোটা ঘটনার তদন্তে পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomjojobetCasibomcasibom girişcasibomcasibom girişCASİBOMCasibomholiganbet girişcasibom girişjojobetjojobet girişjojobet güncel girişCasibomcasibomjojobetcasibomcasibom güncel girişcasibomcasibom girişcasibom giriş