ম্যারাথন প্রতিযোগিতা শেষে বাড়ি ফেরার পথে পিক‌আপ ভ্যান উল্টে আহত ৩৯ জন পড়ুয়া

শিলিগুড়ি,১২ জানুয়ারিঃ স্বামীজির জন্মদিন উপলক্ষে নকশালবাড়িতে  আয়োজিত ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নিয়ে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় আহত হল ৩৯ জন পড়ুয়া।


ফাঁসিদেওয়ার বিধাননগরের ভিমবার সংলগ্ন ৩১নং জাতীয় সড়কের ঘটনা। মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে উল্টে গিয়ে দূর্ঘটনার শিকার হল পিক‌আপ ভ্যান।ঘটনায় পিকআপ ভ্যানে থাকা ৩৯ জন পড়ুয়া আহত হয়। খবর পেয়ে  বিধাননগর থানার পুলিশ ও ট্রাফিক ঘটনাস্থলে পৌঁছে আহত পড়ুয়াদের বিধাননগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠায়। আহতদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomjojobetCasibomcasibom girişcasibomcasibom girişCASİBOMholiganbet girişizmir escort bayancasibomcasibom güncel girişcasibom güncelCasibomCasibom Girişholiganbetholiganbet girişcasibom girişjojobetjojobet girişjojobet güncel girişCasibomcasibomjojobetcasibomcasibom güncel girişcasibomcasibom giriş