প্লাস্টিক মুক্ত ভারত গড়ার বার্তা নিয়ে পাঁয়ে হেটে দেশ ভ্রমণে কেরালার যুবক

জলপাইগুড়ি, ১৬ এপ্রিলঃ প্লাস্টিক মুক্ত ভারত গড়ার বার্তা নিয়ে পাঁয়ে হেটে দেশ ভ্রমণ করছেন কেরালার ২৬ বছরের যুবক শিবা কালারিকাল।গত ৬ মাস ধরে হেঁটে চলেছেন যুবক।গতকাল জলপাইগুড়ির বাতাবাড়ি ফার্ম বাজারে পৌঁছায় যুবক।গতকাল সেখানেই এক ফার্ম হাউসের মালিক যুবকের রাতে থাকার ব্যবস্থা করেন।


এরপর আজ সকালে সেই ফার্ম হাউসে গিয়ে যুবককে সংবর্ধনা জানায় একাধিক সংগঠন।জানা গিয়েছে, বাতাবাড়ি থেকে শিলিগুড়ি, কাকরভিটা হয়ে নেপালে যাবেন যুবক।এরপর একে একে পারি দেবেন হিমাচল,সিকিম,ভুটান, উত্তরাখন্ড,পাঞ্জাব, গোঁয়া, মুম্বাই, রাজস্থান এবং কন্যাকুমারী।যুবক জানান, প্লাস্টিক মুক্ত ভারত গড়ার বার্তা নিয়েই এই দেশ ভ্ৰমন।

অন্যদিকে ফার্ম হাউসের মালিক শেখ জিয়াউর রহমান বলেন,যুবকের মহৎ উদ্দেশ্যকে কুর্নিশ জানাই।সে তার কাজে সফল হোক ও প্লাস্টিক বর্জনের বার্তা সবার কাছে পৌঁছাক এই কামনাই করি।


 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *