পুলিশ দিবস উদযাপন করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ

শিলিগুড়ি,১ সেপ্টেম্বরঃ গোটা রাজ্যের পাশাপাশি আজ শিলিগুড়িতেও শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের তরফে পালিত হল পুলিশ দিবস।


প্রসঙ্গত,করোনা মহামারিতে সাধারণ মানুষকে সচেতন করতে দিনরাত কাজ করেছিল পুলিশ কর্মীরা।সমাজকে বাঁচাতে পরিবারের কথা ভুলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে পুলিশ।সামাজিক দায়িত্ব পালন করতে গিয়ে মৃত্যু হয়েছিল বেশ কয়েকজন পুলিশ কর্মীর।এরপরই পুলিশের এই নিঃস্বার্থ অবদানকে স্মরণীয় করতে ২০২০ সালের ১ সেপ্টেম্বর পুলিশ দিবস হিসেবে পালন করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

বৃহস্পতিবার সকালে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে পতাকা উত্তোলন করে পুলিশ দিবস পালন করেন কমিশনার গৌরব শর্মা।এরপর জংশন ট্রাফিক গার্ডের তরফে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি।সেখানে ছোটদের হাতে শিক্ষার সামগ্রী তুলে দিয়ে ‘সেফ ড্রাইভ,সেভ লাইফ’ এর বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করেন।এরপর মাটিগাড়া থানায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে মহিলা হেল্প ডেস্ক,খাবারের ক্যান্টিন ও স্পেশাল ব্রাঞ্চ(এসবি)এর উদ্বোধন করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *