বাগডোগরা থানার উদ্যোগে পুলিশ দিবস পালন

শিলিগুড়ি, ১ সেপ্টেম্বরঃ প্রতিবছরের মত এবছরও পুলিশ দিবস পালন করলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বাগডোগরা থানার পুলিশ।


এদিন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক গার্ডের উদ্যোগে সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়।শিবিরে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের কমিশনার সি সুধাকর,ডিসিপি ট্রাফিক বিশ্বচাঁদ ঠাকুর সহ অন্যান্যরা।এদিনের শিবিরে এলাকার খুদেরা অংশ নেয়।খুদেদের নিয়ে কুইজ প্রতিযোগিতা এবং বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়।

এছাড়াও বৃক্ষরোপন কর্মসূচির পাশাপাশি গাছের চারা বিতরণ করা হয়।সেইসঙ্গে বাইক চালকদের মধ্যে সচেতনতা বাড়াতে হেলমেট ও স্কুলের পড়ুয়াদের স্কুল ব্যাগ বিতরণ করা হয়। 


এদিন ডিসিপি ট্রাফিক বিশ্বচাঁদ ঠাকুর জানান, ছোটবেলা থেকেই শিশুদের মধ্যে অযথা পুলিশের প্রতি ভীতি সৃষ্টি করা হয়।যার জেরে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে দূরত্ব তৈরি হয়।শুধু আইনশৃঙ্খলাই নয় যে কোন সমস্যায় পুলিশ সর্বদা সাধারণ মানুষকে সেবা দেওয়ার জন্য আগ্রহী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomdeneme bonusuMARSJOJO