শিলিগুড়ি, ৯ মেঃ পুলিশ পরিচয় দিয়ে ছিনতাই।কয়েক ঘন্টার মধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ।
জানা গিয়েছে, রবিবার দার্জিলিঙের বাসিন্দা সংযোগ গুরুং শিলিগুড়ি সিটি সেন্টার থেকে একটি সিটি অটোতে করে চম্পাসারির দিকে আসছিলেন।সেই অটোতে চালক, সংযোগ গুরুং এবং অন্য আরেক যাত্রী ছিলেন।অটোটি রেগুলেটেড মার্কেটে পৌঁছোতেই চালক রেগুলেটেড মার্কেটের ২ নম্বর গেট দিয়ে প্রবেশ করে সোজা একটি নির্জন স্থানে নিয়ে যান।সেখানে অটোতে থাকা আরেক ব্যক্তি নিজেকে পুলিশ পরিচয় দিয়ে সংযোগ গুরুং এর তল্লাশি নেয়।এরপর চালক ও পুলিশ পরিচয় দেওয়া ওই ব্যক্তি তার কাছ থেকে ফোন এবং টাকা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়।ঘটনার পরই সংযোগ গুরুং প্রধাননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে কয়েকঘণ্টার মধ্যেই দুজনকে গ্রেফতার করে পুলিশ।ধৃতদের নাম শান্তুনু সরকার(৩৪) এবং সন্তলাল রাজভর(৩০)।দুজনের কাছ থেকে ঘটনায় ব্যবহার করা সিটি অটো, ছিনতাই হওয়া টাকা এবং মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, শান্তুনু সরকার এর আগেও বেশকিছু অপরাধমূলক ঘটনার সঙ্গে জড়িত।দুজনের বিরুদ্ধে পুলিশ পরিচয় দিয়ে ছিনতাই সহ অন্যান্য অপরাধমূলক মামলা দায়ের করে আজ তাদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।গোটা ঘটনার তদন্তে পুলিশ।