পথ ‌দুর্ঘটনায় মৃত্যু ২ শ্রমিকের

মালদা,৬ জানুয়ারিঃ ‌পথ ‌দুর্ঘটনায় মৃত্যু দুই শ্রমিকের।মৃতদের নাম রামবিলাশ মাহাতো(‌৫২)ও কৃষ্ণ মন্ডল(‌৪৬)‌।বাড়ি ইংলিশবাজার থানার কুলিপাড়া এলাকায়।


জানা গিয়েছে, শনিবার রাত ১২টা নাগাদ সাইকেলে চেপে বাড়ি ফিরছিলেন রামবিলাশ মাহাতো ও কৃষ্ণ মন্ডল।ঘোড়াপিরের কাছে একটি পিকআপ ভ্যান তাদের ধাক্কা মেরে পালায়।ঘটনার কিছুক্ষণ পর মৃত্যু হয় কৃষ্ণ মণ্ডলের।এদিকে মালদা মেডিক্যালে চিকিৎসারত অবস্থায় সোমবার সকালে মৃত্যু হয় রামবিলাশ মাহাতোর।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomdeneme bonusuMARSJOJO