শিলিগুড়ি,৩০ জানুয়ারিঃ পথ কুকুরের সংখ্যা নিয়ন্ত্রনে আনতে উদ্যোগী শিলিগুড়ি পুরনিগম।পশুপ্রেমী সংস্থার সহযোগিতায় করা হল নির্বীজকরণ। শহরে বেড়ে চলেছে পথ কুকুরদের সংখ্যা।এর ফলে বিভিন্ন সময় সমস্যায় পড়তে হয় শহরবাসীকে।এই কারণে পথ কুকুরদের নির্বীজকরণের উদ্যোগ গ্রহণ করেছে পুরনিগম।
সোমবার দাগাপুর ও শিলিগুড়ি ডাম্পিং গ্রাউন্ডের পাশে পুরনিগমের শেল্টার হোমে এই নির্বীজকরণ করার কাজ শুরু হয়।এদিন সেই কাজের গতি খতিয়ে দেখতে সেখানে হাজির হন মেয়র গৌতম দেব ও ডেপুটি মেয়র রঞ্জন সরকার।
গৌতম দেব জানান, কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণে আনতে শুধু নির্বীজকরণ নয়, প্রয়োজন মানুষের সহযোগিতাও। তাদের এই কর্মকাণ্ডকে বাস্তবায়িত করতে সাধারণ মানুষের কাছে সাহায্যের আবেদন জানান তিনি।