ফাঁসিদেওয়া, ৪ এপ্রিলঃ ফাঁসিদেওয়ার ভারত সেবাশ্রম সঙ্ঘের পরিচালনায় মঙ্গলবার থেকে শুরু হল শ্রী শ্রী প্রণবানন্দ জয়ন্তী উৎসব।
এদিন প্রথমে ফাঁসিদেওয়া বিডিও অফিস থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।শোভাযাত্রাটি বিভিন্ন এলাকা পরিক্রমা করে আশ্রমে গিয়ে শেষ হয়।শোভাযাত্রায় প্রচুর মানুষ অংশগ্রহণ করেন।
স্বামী বরুনানন্দ মহারাজ জানান, মানুষের মধ্যে প্রেরণা জাগাতে এই ধর্মীয় শোভাযাত্রা ও বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।শোভাযাত্রার পর অভিষেক পর্ব, পূজা, দীক্ষা প্রদান অনুষ্ঠান হবে।