শিলিগুড়ির ৩২ নম্বর ওয়ার্ডে শুরু হল ওয়ার্ড উৎসব ‘প্রেরণা ২০২০’

শিলিগুড়ি,১৮ জানুয়ারিঃ শিলিগুড়ি পুরনিগমের ৩২ নম্বর ওয়ার্ডে শুরু হল ওয়ার্ড উৎসব ‘প্রেরণা ২০২০’।আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত চলবে এই উৎসব।


এদিন একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে উৎসবের শুভ সূচনা করা হয়।শোভাযাত্রায় স্কুল পড়ুয়া থেকে শুরু করে ওয়ার্ডের প্রবীণ মানুষেরাও উপস্থিত ছিলেন।এছাড়াও যেমন খুশি সাজো সেজে শোভাযাত্রার মধ্য দিয়ে প্রতিযোগিতায় অংশ নেয় খুদেরা।উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর তাপস চ্যাটার্জি।

তিনি জানান,এটা শুধু উৎসবই নয়,এলাকার মানুষের মেলবন্ধন।এলাকার সর্বস্তরের মানুষ এই উৎসবে স্বতস্ফুর্ত ভাবে অংশগ্রহন করেছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomdeneme bonusuMARSCASİBOM GİRİŞ