যার টিকিট কনফার্ম হচ্ছে চলে যাচ্ছে, করোনায় ‘এগিয়ে বাংলা’-দিলীপ ঘোষ

শিলিগুড়ি, ১১ আগস্টঃ করোনায় এগিয়ে বাংলা। শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক থেকে কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।


তিনি বলেন, রাজ্যে সংক্রমণের সংখ্যা বেড়েই চলেছে। মুখ্যমন্ত্রীর যে এগিয়ে বাংলার স্লোগান, তা করোনার সময় দেখা যাচ্ছে। নার্সিংহোমগুলিতে করোনা রোগীদের চিকিৎসার জন্য মোটা টাকার বিল করা হচ্ছে।

সেবিষয়ে এদিন দিলীপ ঘোষ বলেন, নার্সিংহোমগুলি রোগীদের চিকিৎসা হবেনা বলে ধমক দিচ্ছে। কোথাও কোনও নিয়ন্ত্রণ নেই। আমরা ভগবানের ভরসা বেচে আছি। যার টিকিট কনফার্ম হচ্ছে সে চলে যাচ্ছে। যার হয়নি তারা অপেক্ষা করছে।


পাশাপাশি বলেন, করোনা পরিস্থতি নিয়ে মুখ্যমন্ত্রীদের নিয়ে প্রধানমন্ত্রী একাধিকবার ভিডিও কনফারেন্স করেছেন।মমতা ব্যানার্জি ভিডিও কনফারেন্সে থাকলেই শুধু টাকা চান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MARShttps://www.cellerini.it/girişcasibom girişcasibomcasibom girişbahsegelmarsbahis