শিলিগুড়ি, ১৩ ডিসেম্বরঃ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে আগামীকাল আয়োজিত হতে চলেছে মুক্ত সভা।বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের তরফে এই সভার আয়োজন করা হয়েছে।এই সভায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জমি বেসরকারি সংস্থাকে হস্তান্তর করার বিষয় নিয়ে উপাচার্যের কাছে বিস্তারিত তথ্য জানতে চাওয়া হবে- আজ সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ।
মঙ্গলবার শিলিগুড়ি পুরনিগমের ২৪ নম্বর ওয়ার্ডে বিধায়ক কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন বিধায়ক শঙ্কর ঘোষ।তিনি বলেন, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের জমি হস্তান্তর করা নিয়ে নানা রকমের বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।সেই জমি কোন চুক্তির ভিত্তিতে হস্তান্তর করা হচ্ছে তা এই মুক্ত সভাতে সকলের সামনে বিস্তারিত জানাবেন উপাচার্য।এরপর যদি সকলে রাজি হয় তবে পরবর্তী পদক্ষেপ নেওয়া উচিত।আগামীকাল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী থেকে শুরু করে সকলেই এই প্রশ্ন তুলবেন।তিনি আরও বলেন, এর আগে হোটেল ম্যানেজমেন্ট বিভাগ তৈরি করার জন্য জমি বেসরকারি সংস্থাকে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছিল।এবারে পর্যটন বিভাগের আড়ালে কালো টাকা সাদা করার অভিযোগ তুলছেন অনেকেই।এই সমস্ত বিষয় আগামীকালই স্পষ্ট হবে।
এদিন বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের বিরোধী দলনেতা অমিত জৈন এবং ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিবেক সিং।