আলিপুরদুয়ার,২৯ জুনঃ লাগাতার বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠেছে ফালাকাটা শহর সংলগ্ন দোলং নদী।এদিকে প্রবল বৃষ্টির জেরে নদীর ওপরে তৈরি দুর্বল কাঠের সেতুর পাটাতন ভেঙে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন পথচলতি মানুষেরা।
এছাড়াও দুর্বল কাঠের সেতুটির পাশ দিয়ে তৈরি ডাইভারসশন ডুবে যাওয়ার দরুন তৈরি হয়েছে বিপত্তি।একপ্রকার ফালাকাটা ও আলিপুরদুয়ারের মধ্যে যাতায়াত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, প্রতিবার বর্ষাতেই তাদের এই ভোগান্তির শিকার হতে হয়।প্রশাসন এই বিষয়ে কোনও গুরুত্ব দিচ্ছে না।