শিলিগুড়ি, ২৫ মেঃ নিরাপত্তা বাড়াতে প্রধাননগর থানা এলাকায় আরও সিসি ক্যামেরা বসানো হল। বৃহস্পতিবার প্রধাননগর থানায় সিসি ক্যামেরা কন্ট্রোল রুমের উদ্বোধন করেন পুলিশ কমিশনার অখিলেশ কুমার চর্তুবেদী।
জানা গিয়েছে নতুন ৭৫ টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। চম্পাসারি থেকে তিনধারিয়া মোড় অবধি ৩০ টি, স্টেট গেস্ট হাউস থেকে সমরনগর বটতলা পর্যন্ত ১৬ টি ও দার্জিলিং মোড় থেকে শালবাড়ি পর্যন্ত ২৯ টি ক্যামেরা লাগানো হয়েছে।
এই সিসি ক্যামেরাগুলি লাগানোর ফলে পুলিশ কর্মীরা এই রাস্তাগুলিতে আরও নজরদারি রাখতে পারবেন।