সৌর বিদ্যুতায়ন কর্মসূচির প্রথম পর্যায়ের কাজের শুভ সূচনা করলেন অশোক ভট্টাচার্য

শিলিগুড়ি,৯ ফেব্রুয়ারিঃ সৌর বিদ্যুতায়ন কর্মসূচির প্রথম পর্যায়ের কাজের শুভ সূচনা করলেন শিলিগুড়ির বিধায়ক তথা পুর প্রশাসক অশোক ভট্টাচার্য।


সৌরশক্তিকে ব্যাবহার করে বিদ্যুৎ সাশ্রয় করতে উদ্যোগী হয়েছে শিলিগুড়ি পুরনিগম।ইতিমধ্যে মাতৃসদন, কিরনচন্দ্র ভবন, সুর্যসেন পার্ক,রবীন্দ্র মঞ্চ,শিলিগুড়ি পুরনিগম,বিবেকানন্দ মিনি মার্কেট ও ৪ নম্বর বরো অফিসকে সৌর বিদ্যুতায়নের আওতায় আনতে উদ্যোগী হয়েছে শিলিগুড়ি পুরনিগম।তারই প্রথম পর্যায়ের কাজের সূচনা করলেন অশোক ভট্টাচার্য।

মঙ্গলবার বাঘাযতীন পার্কের রবীন্দ্র মঞ্চ থেকে এই কর্মসূচির সূচনা করেন তিনি।তিনি জানান, প্রথম পর্যায়ে কেন্দ্রীয় গ্রিন সিটি মিশনের প্রকল্পের আওতায় ২৬ লক্ষ টাকা ব্যায়ে মাতৃসদন,রবীন্দ্র মঞ্চ ও বিবেকানন্দ মিনি মার্কেটকে সৌর বিদ্যুতের আওতায় আনা হবে।দ্বিতীয় পর্যায়ে বাকিগুলোকে এর আওতায় আনা হবে।তিনি আরও জানান,সৌর বিদ্যুতায়নে যেমন বিদ্যুৎ সাশ্রয় হবে, তেমনি অর্থ সাশ্রয় হবে পুরনিগমের।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *