আরজি করের ঘটনায় প্রতিবাদ মিছিল সাহুডাঙ্গীহাট পিকে রায় উচ্চ বিদ্যালয়ের প্রাক্তনীদের

রাজগঞ্জ, ৩১ আগস্টঃ আরজি করের ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবিতে মিছিল প্রাক্তন ছাত্র-ছাত্রীদের।


শনিবার রাজগঞ্জের সাহুডাঙ্গীহাট পিকে রায় উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা এই মিছিল করেন।মিছিলটি সাহুডাঙ্গীহাট পিকে রায় স্কুল থেকে শুরু হয়ে সাহুডাঙ্গি মোড় ও বাজার পরিক্রমা করে পাঘালুপাড়ায় গিয়ে শেষ হয়।

এদিন ছাত্রছাত্রীরা মিছিলের মাধ্যমে দোষীদের কঠোর শাস্তির দাবি তোলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomdeneme bonusuMARSJOJO