প্রতিবন্ধী মেয়ের জন্য সাহায্যের আবেদন অসহায় মায়ের

রাজগঞ্জ, ২৫ এপ্রিলঃ প্রতিবন্ধী মেয়ের জন্য সাহায্যের আবেদন জানালেন এক অসহায় মা।


জানা গিয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া রাজগঞ্জ ব্লকের কুকুরজান অঞ্চলের বগুলাডাঙ্গী গ্রামের বাসিন্দা দিপু হাজরা ও অনিতা হাজরার মেয়ে অর্পিতা হাজরা জন্ম থেকেই প্রতিবন্ধী।চা বাগানে কাজ করেই সংসার চালান তারা।অর্পিতার জন্মের পর কেটে গিয়েছে দশ বছর।প্রতিবন্ধী মেয়েকে নিয়ে সমস্যা রয়েছেন।মেয়ে হাঁটতে ও কথা বলতে পারে না।এদিকে মেয়েকে ঘরে রেখেই বাইরে কাজের জন্য ছুটতে হয়।পরিবারের ৬ সদস্যকে নিয়ে সংসার চলছে কোনোরকমে।

বিভিন্ন জায়গায় সমস্যার কথা জানিয়েও কোনো সহযোগিতা মেলেনি।কিছু না হোক, অন্তত যদি চলাফেরার জন্য একটা হুইলচেয়ার মেলে তার জন্য সাহায্যের আর্জি জানালেন অসহায় মা।


 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomCasibomcasibom girişCASİBOMCasibomholiganbet girişcasibom girişjojobetjojobet girişjojobet güncel girişCasibomcasibomjojobetcasibomcasibom güncel girişcasibomcasibom girişcasibom girişcasibom girişCasibom Girişcasibomcasibomcasibom 780