প্রতিবন্ধীদের শংসাপত্র প্রদান ও মানবিক প্রকল্পের অন্তর্ভুক্তিকরণ কর্মসূচী

শিলিগুড়ি, ২ জানুয়ারিঃ আশিঘর মোড়ের জয়কান্ত স্কুলে প্রতিবন্ধীদের শংসাপত্র প্রদান ও মানবিক প্রকল্পের অন্তর্ভুক্তিকরনের জন্য একটি শিবিরের আয়োজন করা হল।শিবিরে উপস্থিত ছিলেন মন্ত্রী গৌতম দেব।  


এদিন ডাক্তার দেখিয়ে প্রতিবন্ধীদের শংসাপত্র প্রদানের কর্মসূচী শুরু হয়।এছাড়াও প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের মুখ্যমন্ত্রীর মানবিক প্রকল্পের অনর্ভুক্ত করা হয়।এই প্রকল্পের সাহায্যে বিশেষ চাহিদাসম্পন্ন ও প্রতিবন্ধীরা সরকারিভাবে আর্থিক সাহায্য পাবেন।

এছাড়াও এদিনের শিবিরে প্রতিটি প্রতিবন্ধীদের পরিবারকে ১২ কেজি করে চাল দেওয়া হয়।পাশাপাশি ৫ জন বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের হাতে ট্রাইসাইকেল তুলে দেওয়া হয়।


 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Casibom GirişJojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme BonuslarCasibom Girişcasibom güncel girişcasibomcasibomcasibom girişbonus fırsatıDeneme Bonusu 2024bonus 2024deneme bonusu 2024CASİBOM