শিলিগুড়ি, ২৬ জুনঃ শিলিগুড়ির ব্যব্যসায়ী প্রভাকর সিং এর অপহরণের ঘটনায় বড়সড় সাফল্য মেট্রোপলিটন পুলিশের।অপহরণের ঘটনায় ব্যবহৃত গাড়ির চালককে গ্রেফতার করলো পুলিশ।ধৃতের নাম জাবেদ শেখ(২৬)।ভক্তিনগর থানা অন্তর্গত এলাকার বাসিন্দা।ধৃতকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার গভীর রাত অবধি এসওজি ও ডিডি এবং প্রধাননগর থানার একটি টিম শিলিগুড়ি সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে জাবেদ শেখকে গ্রেফতার করে।ধৃতকে জিজ্ঞাসাবাদ করে একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।অপহরণের মূল উদ্দেশ্য শীঘ্রই সামনে আসবে।
এই বিষয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এডিসিপি শুভেন্দ্র কুমারের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, প্রভাকর সিং অপহরণ মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি এই ঘটনায় ব্যবহৃত গাড়িটিও উদ্ধার করা হয়েছে।বর্তমানে ঘটনার সঙ্গে জড়িত অন্য অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।
প্রসঙ্গত, শনিবার সকালে বাড়ি থেকে প্রায় কিছুটা দূরত্বে চম্পাসারি মেইন রোডে একদল দুষ্কৃতি আগ্নেয়াস্ত্র দেখিয়ে ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে যায়।অপহরণের পর ফোন করে মুক্তিপণ চেয়েছিল অপহরণকারীরা। তদন্তে নেমে শনিবার গভীর রাতে প্রভাকর সিংকে অক্ষত অবস্থায় উদ্ধার করে পুলিশ।