নিউজ ডেস্কঃ প্রয়াত হলেন প্রধানমন্ত্রীর দ্বায়িত্বে থাকা স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি)-এর ডিরেক্টর অরুণ কুমার সিনহা।বুধবার সকালে মৃত্যু হয়েছে কেরল ব্যাচের এই আইপিএস আধিকারিকের।
গত কয়েক বছর আগে ক্যানসারে আক্রান্ত হন।গুরুগ্রামের একটি হাসপাতালে ভর্তি ছিলেন এই আধিকারিক।সেখানেই আজ শেষ নিশ্বাস ত্যাগ করেন।
প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী এবং তাঁদের নিকটাত্মীয়দের নিরাপত্তার দায়িত্ব থাকে এসপিজির উপরেই।২০১৬ সালে এসপিজির ডিরেক্টর হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন অরুণ কুমার।