শিলিগুড়ি, ২৯ মার্চঃ শিলিগুড়ি পুরনিগমের ১০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত মহাত্মাগান্ধী মোড়ের কাছে পূর্ত দপ্তরের একটি পরিত্যক্ত কোয়ার্টারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।
বুধবার সকালে স্থানীয়রা হঠাৎই দেখতে পান পরিত্যক্ত কোয়ার্টারে আগুন জ্বলছে।এরপর তড়িঘড়ি খবর দেওয়া হয় শিলিগুড়ি থানার পুলিশ এবং দমকল বিভাগকে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন।ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।ঘটনায় কোয়ার্টারে থাকা কাঠের বিভিন্ন জিনিস ভস্মীভূত হয়।
জানা গিয়েছে, দীর্ঘদিন থেকে পূর্ত দপ্তরের কোয়ার্টার গুলি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।রাতের অন্ধকারে অসাধু লোকজনের আনাগোনা দেখা যায়।সেখানেই একটি কোয়ার্টারে হঠাৎই আগুন লাগে।