অনেক হয়েছে, আরজি করের ঘটনা মন্তব্য করলেন রাষ্ট্রপতি দৌপদি মুর্মু

নিউজ ডেস্কঃ আরজি করের ঘটনা নিয়ে এবারে উদ্বেগ প্রকাশ করলেন ভারতের রাষ্ট্রপতি দৌপদি মুর্মু।এই ঘটনা নিয়ে রাষ্ট্রপতি বলেন অনেক হয়েছে, এই ঘটনায় আমি হতাশ এবং আতঙ্কিত।


আরজি করের ঘটনা নিয়ে উত্তপ্ত গোটা দেশ।প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছেন সর্বস্তরের মানুষ।এই ঘটনায় আজ প্রথমবার মুখ খুললেন দেশের রাষ্ট্রপতি দৌপদি মুর্মু।

তিনি বলেন, কোন সভ্য সমাজে মেয়েদের উপর এই ধরনের নৃশংসতা বরদাস্ত নয়।এই ঘটনায় আমি হতাশ এবং আতঙ্কিত।ছাত্র, চিকিৎসক এবং নাগরিকরা যখন কলকাতায় এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন, তখন অপরাধীরা অন্যত্র ঘাপটি মেরে আছে।সমাজকে সৎভাবে এবং নিরপেক্ষভাবে আত্মদর্শন করতে হবে।সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানান রাষ্ট্রপতি দৌপদি মুর্মু।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomdeneme bonusuMARSJOJO