রবীন্দ্রনগরে খুন! পাওয়া গেল ব্যক্তির পরিচয় ও ঠিকানা

শিলিগুড়ি,৩০ নভেম্বরঃ শিলিগুড়ির রবীন্দ্রনগরে রহস্যজনক মৃত্যু এক ব্যক্তির।অবশেষে মৃত ব্যক্তির নাম-পরিচয় জানা গেল।মৃত ব্যক্তির নাম সুশীল দাস।তিনি ঘোগোমালি সংলগ্ন নিরঞ্জননগরের বাসিন্দা বলে জানা গিয়েছে।


আজ সকালে শিলিগুড়ির রবীন্দ্রনগর বেসিক স্কুলের পাশে রাস্তায় ওই ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।মৃত ব্যক্তির মাথার পেছনে গুরুতর আঘাত ছিল।প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান,কেউ ওই ব্যক্তিকে খুন করেছে।এরপরই ঘটনার তদন্তে নামে পুলিশ।এরপরই ওই ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়।

জানা গিয়েছে,ওই ব্যক্তি ভাঙাচোরা সংগ্রহ করে সেগুলি বিক্রি করতেন।সেই কাজেই আজ সকালে বাড়ি থেকে বেড়িয়েছিলেন তিনি।সাইকেলে করেই যেতেন তিনি এবং ব্যাগে দাড়িপাল্লা ও বাটখারাও থাকতো।যদিও এদিন ঘটনাস্থল থেকে ব্যাগ পাওয়া গেলেও ওই দাড়িপাল্লা ও বাটখারা কিছুই পাওয়া যায়নি।যা থেকে পুলিশের প্রাথমিক অনুমান,সেই বস্তু দিয়ে হয়তো ওই ব্যক্তিকে খুন করা হয়েছে।


ইতিমধ্যেই দেহটিকে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।এলাকায় তল্লাশিও চলছে।অন্যদিকে ঘটনার খবর পাওয়ার পর পুরো পরিবার কান্নায় ভেঙে পড়ে।গোটা ঘটনার তদন্তের দাবি করেছেন পরিবার এবং প্রতিবেশীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Casibom GirişJojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme BonuslarCasibom Girişcasibom güncel girişcasibomcasibomcasibom girişbonus fırsatıDeneme Bonusu 2024bonus 2024deneme bonusu 2024