রবীন্দ্রনগর খুন কাণ্ডঃ ২০১৬ সালে সেই বাড়িতেই রহস্যময় মৃত্যু হয় এক শিশুর

শিলিগুড়ি,৪ ডিসেম্বরঃ শিলিগুড়ির রবীন্দ্রনগরে খুনের ঘটনায় বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে।ইতিমধ্যেই সুশীল দাসের খুনের ঘটনায় রবীন্দ্রনগরের ওই বাড়ির দুই ভাই গৌতম দেব ও গৌরব দেবকে গ্রেফতার করে ৭ দিনের পুলিশি হেপাজতে নিয়েছে শিলিগুড়ি থানার পুলিশ।


এদিকে তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, ২০১৬ সালে ওই বাড়িতেই রহস্যজনক মৃত্যু হয় এক শিশুর।জানা গিয়েছে, ওই বাড়ির গেটের সামনে থেকে ওই শিশুর মৃতদেহ উদ্ধার হয়েছিল।শিশুর নাম শুভম মণ্ডল।২০১৬ সালের ১৯ এপ্রিল মারা যায়।সেসময় শিশুটির বয়স ছিল ১২ বছর।শিশুর মুখ থেকে গ্যাঁজলাও বের হতে দেখা গিয়েছিল।পরবর্তীতে ময়নাতদন্ত হলেও পরিবার আর ময়নাতদন্তের রিপোর্ট নেননি।

ইতিমধ্যেই ওই শিশুর বাবা বাপ্পা মণ্ডল অভিযোগ করে জানিয়েছেন,সেইসময় ওই বাড়ির মালিক গৌরাঙ্গ দেব তার ওপর চাপ দিয়ে পুলিশে অভিযোগ করতে দেননি।যে কারণে সেইসময় ওই শিশুর মৃত্যুর ঘটনার তদন্ত হয়নি।


তবে সুশীল দাসের মৃত্যুর পর এই তথ্য উঠে আসায় সেই ঘটনাটিও খতিয়ে দেখছে তদন্তকারী পুলিশ আধিকারিকের দল।

প্রসঙ্গত,গত ৩০ নভেম্বর সুশীল দাস নামে এক ভাঙারি ব্যাবসায়ির রক্তাক্ত দেহ ওই ইঞ্জিনিয়ারের বাড়ির সামনে পাওয়া যায়।তারপরেই সুশীল দাসের ব্যাগও পাওয়া যায় ওই বাড়ির ভেতর থেকে।এরপর গতকাল ওই ইঞ্জিনিয়ার এবং তার ভাইকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ এবং আজ তাদের আদালতে তোলা হয়।যদিও এখনও পর্যন্ত খুনের কারণ এবং কোন বস্তু দিয়ে খুন করা হয়েছে ওই ব্যক্তিকে তা জানা যায়নি।তার সন্ধানে তল্লাশি চলছে এবং এই ঘটনার তদন্ত করতে ফরেনসিক দলও কিছুদিনের মধ্যে এসে পৌঁছাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *