রেললাইনে আত্মহত্যার চেষ্টা, ট্রেন থামিয়ে ব্যক্তির প্রাণ বাঁচালেন লোকো ইন্সপেক্টরে

আলিপুরদুয়ার, ২৭ ফেব্রুয়ারিঃ রেললাইনে আত্মঘাতী হতে এসেছিলেন।তবে ট্রেনের লোকো ইন্সপেক্টরের জন্য প্রাণে বাঁচলেন ব্যক্তি।রবিবার দুপুরে ঘটনাটি ঘটে।


জানা গিয়েছে, উত্তর-পূর্ব সীমান্ত রেলের নিউ ময়নাগুড়ি স্টেশন ছেড়ে দোমহনি স্টেশনের দিকে ছুটছিল নিউ আলিপুরদুয়ার-শিয়ালদাগামী তিস্তা-তোর্সা এক্সপ্রেস।ট্রেনের ইঞ্জিনে থাকা কর্তব্যরত লোকো ইন্সপেক্টর চন্দন সরকারের নজরে পড়ে ট্রেন লাইনে এক ব্যক্তির গতিবিধি।তিনি লক্ষ্য করেন এক ব্যক্তি রেল লাইনের ওপর মাথা দিয়ে শুয়ে পড়লেন।এরপরই বিষয়টি চালককে জানান।এরপর ঝুঁকি নিয়ে আপতকালীন ব্রেক কষে ট্রেন দাঁড় করানো হয়।তারপরেই ব্যক্তিকে রেললাইন থেকে টেনে তোলেন লোকো ইন্সপেক্টর।এরপর ব্যক্তিকে আরপিএফ আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়।

জানা গিয়েছে, ব্যক্তির নাম রোহিত সরকার। পেশায় বেসরকারি পরিবহন কর্মী।কাজ হারিয়ে হতাশায় আত্মঘাতী হতে এসেছিলেন বলে স্বীকার করেন তিনি।


ঘটনার পর উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের তরফে ভিডিয়ো প্রকাশ করে চালক ও লোকো ইন্সপেক্টরকে সাধুবাদ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *