শিলিগুড়ি,১৫ মেঃ ১৬ মে থেকে চালু হতে চলেছে ১০৫ টি ট্রেন।এরমধ্যে উত্তরবঙ্গের জন্য রয়েছে ৬৬টি ট্রেন।
এদিন এক সাংবাদিক বৈঠকে মন্ত্রী গৌতম দেব জানান, রেল ও কেন্দ্রের তরফে বলা হয়েছিল শ্রমিক স্পেশাল যে ট্রেনগুলি আসছে সেখানে যাত্রীদের টিকিটে ৮৫ শতাংশ ছাড় দেওয়া হবে।তবে ব্যাঙ্গালোর থেকে যে ট্রেনগুলি পশ্চিমবঙ্গে আসে সেই ট্রেনে যাত্রীদের টিকিটে ৮৫ শতাংশ ছাড় তো দেওয়া হয়নি বরং টিকিটে ৮০ টাকা করে বেশি ভাড়া নেওয়া হয়।
এছাড়াও তিনি জানান যে ট্রেনে জল ও খাবারের পর্যাপ্ত ব্যবস্থা ছিল না।কেন্দ্র ও রেলের এই অমানবিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
Dada sramik special train ticket ki bhabe pabo janaben please