রাজগঞ্জের দূর্গাপুজার ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

রাজগঞ্জ ৬ অক্টোবরঃ রাজগঞ্জের বিভিন্ন দুর্গাপুজার ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


রবিবার রাজ্যে জুড়ে প্রায় সাড়ে চারশোটি পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।এরমধ্যে রাজগঞ্জের পাঘালুপাড়া যুবক সংঘ মহিলা বৃন্দের পুজো ও শ্রী সংঘ ক্লাবের পূজোর উদ্বোধন করেন তিনি। এবছর পাঘালুপাড়া যুবক সংঘ মহিলা বৃন্দের পুজোর থিম তাইওয়ানের বৌদ্ধ মন্দিরের আদলে মন্ডপসজ্জা।রাজগঞ্জের শ্রী সংঘ ক্লাবের থিম কাল্পনিক মন্দিরের আদলে মন্ডপসজ্জা।

এদিন উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, রাজগঞ্জ থানার আইসি অনুপম মজুমদার, ভোরের আলো থানার ওসি সন্দীপ দত্ত, আমবাড়ি ফাঁড়ির ওসি হিরুকান্তি দত্ত, সমাজসেবী অরিন্দম ব্যানার্জি, বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সমিজুদ্দিন আহমেদ সহ ক্লাবের সদস্য-সদস্যরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibom 760 girişJojobetjojobetCasibom GirişJojobet GirişcasibomCasibomHoliganbet GirişMeritkingMarsbahis Yeni