রাজগঞ্জের তালমা নদীর গ্রাসে বিলীন হয়ে যাচ্ছে জমি,ভাঙ্গন রুখতে প্রশাসনিক সাহায্যের দাবি

রাজগঞ্জ,২৩ মেঃ রাজগঞ্জের তালমা নদীর গ্রাসে বিলীন হয়ে যাচ্ছে চা বাগানের জমি।গত কয়েক বছরে রাজগঞ্জ ব্লকের কুকুরজান গ্রাম পঞ্চায়েতের হরিপাল গ্রামের বেশ কয়েক বিঘা জমি নদীর গ্রাসে চলে গিয়েছে।নদীর এই ভাঙ্গনের ফলে যেমন চা বাগানের মালিকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তেমনি শ্রমিকেরাও কাজ হারানোর আশঙ্কায় ভুগছেন।


স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েক বছরে বর্ষার সময় কয়েক বিঘা জমি নদীর ভাঙ্গনে বিলীন হয়ে গিয়েছে।এবছরও একই ভাবে বহু জমি নদীগর্ভে চলে যাবে বলে আশঙ্কা করছি।নদীর ভাঙ্গন রোধ করতে প্রশাসনের অবিলম্বে ব্যবস্থা গ্রহন করা প্রয়োজন।

কুকুরজান অঞ্চলের প্রধান মালতি রায় বলেন, স্থানীয় বাসিন্দারা নদী ভাঙ্গনের কথা জানিয়েছেন।এটি একটি অনেকে বড়ো কাজ।যেটা গ্রাম পঞ্চায়েতের থেকে করা সম্ভব নয়।বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *