রাজগঞ্জ, ৭ সেপ্টেম্বরঃ জলপাইগুড়ি কো-অপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভলপমেন্ট ব্যাঙ্ক লিমিটেডের পক্ষ থেকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সদস্যদের প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ দেওয়া হল।বুধবার থেকে রাজগঞ্জের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের বলরাম পাওয়ারগ্রিড এলাকার মহিলাদের প্রশিক্ষণ শুরু হয়।৩০ জন মহিলাকে ১৫ দিনের প্রশিক্ষণ দেওয়া হবে।
সংস্থার রাজগঞ্জের সুপারভাইজার নৃপেন্দ্র নারায়ন মানি বলেন, কাটাছেঁড়া, পুড়ে যাওয়া, সাপে কামড়ালে, কেউ বিষ পান করলে বা এধরনের বিভিন্ন সমস্যা হলে কিভাবে প্রাথমিক চিকিৎসা করতে হবে এবং জ্বর ও প্রেসার মাপা, স্যালাইন ও ক্যাথিটার লাগানোর প্রশিক্ষণ দেওয়া হবে।
এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা।তারা বলেন, প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ নিলে শুধু সেই পরিবারটি নয়, গ্রামের মানুষেরও উপকারে লাগবে।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্য প্রেমবিলাস রায়, পঞ্চায়েত সদস্য বন্দনা দাস, সমাজসেবী বিজয় দাস ও গোপাল হালদার।