‘রাজ্য সরকারের অনুমতিতেই শহরে বসছে মহাত্মা গান্ধীর স্থায়ী মূর্তি’-অশোক ভট্টাচার্য

শিলিগুড়ি, ২৮ সেপ্টেম্বরঃ ‘রাজ্য সরকারের অনুমতিতেই শহরে বসছে মহাত্মা গান্ধীর স্থায়ী মূর্তি’-এমনটাই জানালেন প্রশাসক অশোক ভট্টাচার্য।  


জানা গিয়েছে, অনুমতির প্রক্রিয়া প্রায় শেষ, ইতিমধ্যেই শুরু হয়েছে মহাত্মা গান্ধীর মূর্তি প্রতিষ্ঠার কাজ।২রা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তীতে শিলিগুড়িতে মূর্তি বসানোর ভাবনা নিয়েছিল শিলিগুড়ি পুরনিগম।তবে বিভিন্ন জটিলতায় গান্ধী জয়ন্তীয় আগে মূর্তির কাজ সমাপ্ত না হলেও পুজোর আগেই শহরবাসীকে গান্ধী মূর্তি উপহার দিতে চান প্রশাসক অশোক ভট্টাচার্য। ইতিমধ্যেই মূর্তি বসানোর কাজ শুরু হয়েছে  জোরকদমে।


প্রসঙ্গত, বিগত সময়ে শিলিগুড়ি এয়ারভিউ মোড়ে(মহাত্মা গান্ধি মোড়) গান্ধীজির মূর্তি স্থাপনের চিন্তা-ভাবনা করলেও রাজ্য সরকারের বাঁধার মুখে পড়তে হয় পুরনিগমকে।পরবর্তীতে তা সরিয়ে নিয়ে আসা হয় শিলিগুড়ি বড় ডাক ঘরের সামনে।সেখানেও বাঁধা দেয় রাজ্যের পূর্ত দপ্তর, এমনকি থানায় লিখিত অভিযোগও  করা হয় পুরনিগমের বিরুদ্ধে।

তবে সমস্ত জল্পনার অবসানের পর এবারে রাজ্য সরকারের অনুমতিতেই বসবে গান্ধী মূর্তি জানালেন প্রশাসক অশোক ভট্টাচার্য। শুধু তাই নয় এই গান্ধী মূর্তির আনুষ্ঠানিক উদ্বোধন রাজ্যের কোন মন্ত্রীকে দিয়ে করাতে চান বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *