রামনবমী উপলক্ষে বাড়িতেই চলছে পূজা-অর্চনা

শিলিগুড়ি, ২ এপ্রিলঃ রামনবমী উপলক্ষে চলছে পূজা-অর্চনা। তবে লকডাউনের জেরে মন্দির গুলিতে ভিড় না থাকলেও বাড়িতেই পূজা-অর্চনা করছেন ভক্তরা।


ভক্তরা জানান, রামনবমীর এই দিনে বর্তমান পরিস্থিতি থেকে মুক্তি পেতে প্রার্থনা করেন তারা।
উল্লেখ্য, লকডাউনের জেরে মন্দির গুলিতে ভক্তদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomjojobetCasibomholiganbet girişcasibom girişCasibomcasibomcasibom girişCASİBOMholiganbet girişizmir escort bayanCasibom Girişcasibomcasibom güncel girişcasibom güncelCasibomCasibom Girişholiganbetholiganbet girişcasibom girişjojobetjojobet girişjojobet güncel giriş